New

2nd

সীমিত সময়ের জন্য !শুধুমাত্র গ্রামীণফোন সিম ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার

 সীমিত সময়ের জন্য !শুধুমাত্র গ্রামীণফোন সিম ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার

অফারে যা থাকছে: 

ইন্টারনেট ৩০ জিবি ইন্টারনেট (১০ জিবি × ৩ মাস)
মিনিট : প্রতিমাসে ১০০ মিনিট ৩ মাস পর্যন্ত 
মূল্য :মাত্র ২০০ টাকা 
ব্যবহারের মেয়াদ :প্রতিটি প্যাকের মেয়াদ ৩০ দিন। 
বোনাস: প্রথম রিচার্জেই পাচ্ছেন ১০০ টাকার টকটাইম ফ্রি






















একটি LEE coin এর দাম ২ ডলার। প্রতিদিন এরকম LEE Coin ইনকাম করতে পারবেন।যদি কাজ করতে চান তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন Whatsapps 01734504437
Registation Link- https://r.getlee.co/r/75bea1b7b1
Whatsapp Group- https://chat.whatsapp.com/Bcb2jVVWHe5AfTmu82Q294?mode=ac_t



ফরিদপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

 

ফরিদপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন





















আমদানি খরচ বৃদ্ধি: বেনাপোল দিয়ে মাছ আমদানি বন্ধ

আমদানি খরচ বৃদ্ধি: বেনাপোল দিয়ে মাছ আমদানি বন্ধ

কাস্টমসের নতুন শুল্কনীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ রাখার কথা জানিয়েছেন আমদানিকারকেরা।

শনিবার থেকে আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোববার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনো মাছবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি।

এ নিয়ে এদিকে কাস্টমসের কোনো কর্মকর্তা এনবিআরের অনুমতি ছাড়া গণমাধ্যমে মন্তব্য করতে চাননি। তবে তারা মৌখিকভাবে জানিয়েছেন, ‘অনিয়ম ঠেকাতে’ কিছু ‘নিয়ম’ করা হয়েছে।

বেনাপোল বন্দর ফিসারিজ কোয়ারেন্টাই কর্মকর্তা আসওয়াদুল আলম বলেন, “শনিবার থেকে কোনো মাছ ভারত থেকে আমদানি হয়নি। তবে মাছবাহী ট্রাক ঢুকলে দ্রুত খালাসের সব ব্যবস্থা রয়েছে।”

বাণিজ্যিক সংশিষ্টরা বলছে, ভারত থেকে যেসব খাদ্য আমদানি হয় তার মধ্যে বড় একটি অংশ রয়েছে হিমায়িত মিঠা পানির মাছ ও সামুদ্রিক মাছ। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর সামুদ্রিক মাছে কেজি প্রতি শুল্ক নির্ধারণ করেছে ৫০ সেন্ট মার্কিন ডলার বা ৩৮ টাকা কিন্তু বর্তমানে বেনাপোল কাস্টম হাউজ প্রতি কেজি ৭৫ সেন্ট শুল্ক আদায় করছে। এতে করে আমদানিকারকদের প্রতি চালানে অতিরিক্ত ২৫ বিশ টা গুনতে হচ্ছে।

এছাড়া কাস্টমস কর্তৃপক্ষ নতুন শর্ত দিয়েছে, প্রতিটি ট্রাকে ৮০ শতাংশ মিঠাপানির এবং ২০ শতাংশ সামুদ্রিক মাছ থাকতে হবে।

এখানেও লোকসানে পড়তে হচ্ছে অভিযোগ করে ব্যবসায়ীরা বলছেন, বেনাপোল কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মির্জা রাফেজা সুলতানা মাছ আমদানির বিষয়ে তদারকি করে থাকেন। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলা হলেও ‘সুরাহ হয়নি’। ফলে বাধ্য হয়ে তারা মাছ আমদানি বন্ধ রেখেছেন।







শেষ মুহূর্তে ব্যর্থ পরিকল্পনা! |

প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন সোমবার, সই হবে ৫ এমওইউ

 প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন সোমবার, সই হবে ৫ এমওইউ 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সফরে কুয়ালা লামপুর যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সোমবার থেকে শুরু তার এ সরকারি সফরের বিস্তারিত তুলে ধরা হয়।

এতে লিখিত বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান বলেন, সফরের প্রথম দিন ১১ আগস্ট প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান ও আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হবে। পরদিন পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই সরকারপ্রধানের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

“বৈঠকের পরপরই উভয় সরকারপ্রধানের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হবে।”

তিনি বলেন, এ সফরে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন (এফবিসিসিআই ও এনসিসিআইএম), বিএমসিসিআই ও মালয়েশীয় প্রতিষ্ঠান এমআইএমওএসের মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইএসআইএস) মধ্যে সহযোগিতা সংক্রান্ত মোট পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের এই মহাপরিচালক বলেন, দু’দেশের সরকারপ্রধানের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে।

https://eavesdroppingfurniture.com/dsv2u7efj2?key=3b8e1ed1f1e5a53eabf5ee7fd1d0cdc4

তিনি বলেন, একইদিন ১২ আগস্ট বিকালে প্রধান উপদেষ্টা একটি ব্যবসায় ফোরামে অংশ নেবেন। এরপর তিনি মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।

শাহ আসিফ বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, অধিক সংখ্যক পেশাধারীদের নিয়োগ, শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।

সফরের তৃতীয় দিনে ১৩ আগস্ট ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার (ইউকেএম) আচার্য এবং নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মুহাম্মদ ইউনূস।

এরপর প্রধান উপদেষ্টাকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি তুলে দেবে ইউকেএম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে একটি স্মারক বক্তৃতাও দেবেন প্রধান উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রধান উপদেষ্টার সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

এ সফরে বাংলাদেশের আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার এবং রেজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগদানের আবেদন জোরালোভাবে তুলে ধরা হবে, বলেন শাহ আফিস।

তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়াসহ আসিয়ান সদস্যরাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্যও আহ্বান জানানো হবে।

“মালয়েশিয়ার সাথে বিদ্যমান দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ সফরের প্রতিনিধিদলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সঙ্গী হবেন।

মালয়েশিয়ার বাংলাদেশিদের নিয়োগে সিন্ডিকেটের প্রভাব বিষয়ে আলোচনা হবে কিনা, এমন প্রশ্নে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “মালয়েশিয়ান অফিসিয়ালদের সাথে প্রায় সব বিষয় নিয়ে আলোচনা হবে।


 হাসিনার আমলে রাজউকের ফ্ল্যাট-প্লট বরাদ্দের হিসাব চায় সরকার




তিন মাসের মধ্যে এই নিরীক্ষা শেষ করার জন্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর প্লট, ফ্ল্যাট হস্তান্তর ও বরাদ্দসহ আয়-ব্যয়ের হিসাব যাচাইয়ের জন্য নিরীক্ষার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।


মন্তণালয়ের অধীন অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের মাধ্যমে ২০০৯ হতে ২০২৪ পর্যন্ত ১৬ বছররের আয়-ব্যয়ের হিসাব যাচাই করতে বলা হয়েছে।


তিন মাসের মধ্যে এই নিরীক্ষা শেষ করার জন্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে বলে রোববার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


এছাড়া সম্প্রতি ‘অনিয়মের’ মাধ্যমে ধানমন্ডিতে সচিব পদমর্যাদার কয়েকজন কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দের অভিযোগ ওঠেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের ‘অ্যালোকেশন অব ফাংশনস’, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের কর্মকর্তাদের ‘চার্টার অব ডিউটিস’ এবং গত ২৩ এপ্রিল মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে।


অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে রাজউকের কার্যক্রমের নিরীক্ষায় কিছু নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এগুলো হল-


অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর নিরীক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করবে। সে অনুযায়ী নিরীক্ষা কার্যক্রম সম্পাদন করতে হবে।

রাজউক আইন এবং এ সংক্রান্ত বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

নিরীক্ষার আগে গঠিত নিরীক্ষা টিমের সদস্যদের বিস্তারিত তথ্য (নাম, পদবী, মোবাইল নম্বর ইত্যাদি) মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

নিরীক্ষা কার্যক্রমের বিষয়ে রাজউককে যথাযথভাবে অবহিত রাখতে হবে।

তিন মাসের মধ্যে এ নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নিরীক্ষা শেষে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিবের কাছে দাখিল করতে হবে; যাতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

গুগল নিউজে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে ফলো করুন

রাজউক