আমদানি খরচ বৃদ্ধি: বেনাপোল দিয়ে মাছ আমদানি বন্ধ
আমদানি খরচ বৃদ্ধি: বেনাপোল দিয়ে মাছ আমদানি বন্ধকাস্টমসের নতুন শুল্কনীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ রাখার কথা জানিয়েছেন আমদানিকারকেরা।
শনিবার থেকে আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রোববার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনো মাছবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি।
এ নিয়ে এদিকে কাস্টমসের কোনো কর্মকর্তা এনবিআরের অনুমতি ছাড়া গণমাধ্যমে মন্তব্য করতে চাননি। তবে তারা মৌখিকভাবে জানিয়েছেন, ‘অনিয়ম ঠেকাতে’ কিছু ‘নিয়ম’ করা হয়েছে।
বেনাপোল বন্দর ফিসারিজ কোয়ারেন্টাই কর্মকর্তা আসওয়াদুল আলম বলেন, “শনিবার থেকে কোনো মাছ ভারত থেকে আমদানি হয়নি। তবে মাছবাহী ট্রাক ঢুকলে দ্রুত খালাসের সব ব্যবস্থা রয়েছে।”
বাণিজ্যিক সংশিষ্টরা বলছে, ভারত থেকে যেসব খাদ্য আমদানি হয় তার মধ্যে বড় একটি অংশ রয়েছে হিমায়িত মিঠা পানির মাছ ও সামুদ্রিক মাছ। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর সামুদ্রিক মাছে কেজি প্রতি শুল্ক নির্ধারণ করেছে ৫০ সেন্ট মার্কিন ডলার বা ৩৮ টাকা কিন্তু বর্তমানে বেনাপোল কাস্টম হাউজ প্রতি কেজি ৭৫ সেন্ট শুল্ক আদায় করছে। এতে করে আমদানিকারকদের প্রতি চালানে অতিরিক্ত ২৫ বিশ টা গুনতে হচ্ছে।
এছাড়া কাস্টমস কর্তৃপক্ষ নতুন শর্ত দিয়েছে, প্রতিটি ট্রাকে ৮০ শতাংশ মিঠাপানির এবং ২০ শতাংশ সামুদ্রিক মাছ থাকতে হবে।
এখানেও লোকসানে পড়তে হচ্ছে অভিযোগ করে ব্যবসায়ীরা বলছেন, বেনাপোল কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মির্জা রাফেজা সুলতানা মাছ আমদানির বিষয়ে তদারকি করে থাকেন। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলা হলেও ‘সুরাহ হয়নি’। ফলে বাধ্য হয়ে তারা মাছ আমদানি বন্ধ রেখেছেন।

No comments :
Post a Comment