ফরিদপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ফরিদপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ফরিদপুর সদর উপজেলায় এক গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনায় মামলা থেকে খালাস পেয়েছেন তিনজন।
সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন।
যাবজ্জীবন দণ্ড পাওয়া রয়েল মণ্ডল সদর উপজেলার পরানপুর গ্রামের হালিম মণ্ডলের ছেলে। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে নেওয়া হয়।
মামলার বরাতে পিপি রতন বলেন, রয়েল মণ্ডলের সঙ্গে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের শোলাকুণ্ডু গ্রামের আ. রহিম খাঁর মেয়ে মালিনার বিয়ে হয়। যৌতুকের দাবিতে মেয়েকে মারধরের খবর পেয়ে ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি বিকালে জামাই বাড়ি থেকে মেয়েকে আনতে যার রহিম।
রাত ৮টার দিকে মেয়ে ও নাতিদের নিয়ে বের হওয়ার সময় আসামিরা মালিনাকে জোর করে ধরে বাড়ির পাশে গম ক্ষেতে নিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ডাক চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় নেওয়ার পথে মালিনা মারা যান বলে জানান পিপি রতন।
এ ঘটনায় মালিনার বাবা কোতোয়ালি থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন বলে জানান তিনি।
সাড়ে ১৪ বছর পর সাক্ষ্য গ্রহণ শেষে মালিনার স্বামীকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও তিন বছর করাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
মামলার অন্য তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত।

No comments :
Post a Comment